কোয়াণ্টাম পরিবার, জয়া আর গিজমোর সাথে, পারিবারিক ছুটি কাটাতে বেরিয়েছে। এই সময় প্রিন্স, তার বাবা-মা আর পার্কের রক্ষীদের আইন অমান্য করাটাকে রোমাঞ্চকর বলে মনে করল। এই বিষয়ের ফলস্বরূপ সে, গিজমো, আর জয়া একটা অন্ধকার গুহায় আটকা পড়ল। সুপারবুক বাচ্চাদেরকে এমন এক সময়ে নিয়ে এল, যখন ইস্রায়েলীয়রা তাদের বিভিন্ন নিয়মের সমস্যার মধ্যে ছিল। এই ঘটনা সেই সমস্ত ইস্রায়েলীয়দের নিয়ে, যাদেরকে হারোণের কাছে রেখে, মাবুদের সঙ্গে দেখা করার জন্য মোশি পাহাড়ের উপরে যায়। কোনও নিয়ম ছাড়াই, ইস্রায়েলীয়রা নৈতিক বিশৃঙ্খলার মধ্যে পড়ে, যা তাদের শিবিরের শান্তি নষ্ট করেছিল। তাদের এই “নিয়মবিহীন” জীবনের মধ্যে আমাদের গল্পের নায়কেরা আটকা পড়ে। মোশি যখন দশ আজ্ঞা নিয়ে পাহাড় থেকে নেমে আসেন, তখন প্রিন্স নিয়ম পালনের গুরুত্ব উপলব্ধি করতে পারে। তাঁর সন্তানদের ভালোর জন্যই মাবুদ দশ আজ্ঞা দিয়েছিলেন। সুপারবুক যখন বাচ্চাদেরকে গুহার মধ্যে ফেরত নিয়ে আসে, তখন প্রিন্স জঙ্গলের নিয়মগুলির প্রশংসা করে, যা কোয়াণ্টাম পরিবারকে সুন্দরভাবে ছুটি কাটাতে সাহায্য করে।
FACEBOOK: https://www.facebook.com/SuperbookBD/
SuperBook Bangla App: http://bit.ly/superbook-bangla-app

Be the first to comment