কোয়ান্টাম পরিবারে বড়দিনের জাগতিক আয়োজনের বিশৃঙ্খলা চলছে। এই আশীর্বাদের দিনে, তাদের নিজেদের আনন্দলাভের জন্য মনে হচ্ছে শান্তির রাজা এই পরিবার ত্যাগ করেছেন। বড়দিনে যীশুর জন্মের চিত্রগুলি সাজানোর পরিবর্তে, প্রিন্স জয়কে বলে যে, এগুলো সেই একই চিরাচরিত বল্গা হরিণ, সান্তাক্লস ও তার সাহায্যকারী দিয়ে ঘর সাজানোর বিষয়। এর মধ্যে সুপারবুক প্রবেশ করে আমাদের নায়কদের একটা যাত্রাপথে নিয়ে যায়, যেখানে তারা বড়দিনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে। নতুন রাজার জন্মকে কেন্দ্র করে, হেরোদ রাজার শিশুদের মেরে ফেলার গোপন পরিকল্পনার কথা ওরা জানতে পারে। এর পরে প্রিন্স, জয়া আর গিজমো, মরিয়ম এবং যোষেফের সাথে যাত্রা করে, যারা বেৎলেহেম শহরে তাদের নাম লেখাতে যাচ্ছিল। তাদের যাত্রাপথে, কৌতুকবশত প্রিন্স ভাবতে থাকে যে, প্রত্যেক গাছ আর পাথরের পিছনে সে হেরোদের লোকদের দেখতে পাচ্ছে, কারণ সে নিজেকে সেই পবিত্র পরিবারের রক্ষক হিসাবে দেখছিল। এর পরে তাদের সবাইয়ের মনে যীশুর জন্মের বিষয়টি ছেয়ে যায়, কারণ স্বর্গদূত আর মেষপালকরা সেই জায়গাটিতে মাবুদের গৌরবে ভরিয়ে তুলেছিল। এর পরে, যীশুর জন্মদিনে কোয়াণ্টাম পরিবার সাজানোর বিষয়ের প্রতি লক্ষ্য রেখে, আমাদের নায়কেরা বাড়িতে ফিরে আসে এবং ছুটির সময়ে ব্যাবসা করার প্রলোভন থেকে নিষ্কৃতি পায়।

Be the first to comment