এক অলস দুপুরে ল্যাবে বসে প্রিন্স, জয়া আর গিজমো সুপারবুকের সাথে যাওয়া অভিযানের কথা আলোচনা করছে। এই আলোচনা শুনে গিজমোর মনে প্রশ্ন জাগে যে, এতদিনে কি ওরা বাইবেলের সবচেয়ে ভালো গল্পকে উপভোগ করেছে, না তা এখনও বাকি? আর এই প্রশ্নের উত্তর দিতেই সুপারবুক বাচ্চাদের নিয়ে যায় মোশির কাছে, কেননা মাবুদ তাকে ইস্রায়েল জাতিকে বন্দীদশা থেকে মুক্তি করার জন্য মনোনীত করেছিলেন। আমাদের ছোট্ট ওস্তাদরা আস্তে আস্তে বিভিন্ন মহামারী, ইস্রায়েল জাতির মিশর থেকে যাত্রা এবং শেষ পর্যন্ত লোহিত সাগর ভাগ, এ সমস্ত কিছু উপভোগ করে। বাড়ি ফেরার পরে তারা বুঝতে পারে যে, তারা মাবুদের মহা পরাক্রমশালী দেখে এসেছে, এবং বিশ্বাস করে যে, এই গল্পটাই বাইবেলের সেরা গল্প। প্রথমে তারা কিছুটা দুঃখিত হয় এই ভেবে, যদি এটাই বাইবেলের সবচেয়ে ভালো গল্প হয়ে থাকে, তাহলে আর কি কোনও অভিযানই হবে না? যাই হোক, পরে তারা বুঝতে পারে যে, আরও প্রচুর ভালো গল্প আছে, যেখানে সুপারবুক তাদের নিয়ে যাবে, আর প্রতিটি গল্পেরই একটা আলাদা তাৎপর্য ও গুরুত্ব আছে।
FACEBOOK: https://www.facebook.com/SuperbookBD/
SuperBook Bangla App: http://bit.ly/superbook-bangla-app

Be the first to comment