জীবন পরিবর্তনকারী একটি মুহূর্তে, দুর্ঘটনাবশত প্রিন্স, কোয়াণ্টাম পরিবারের বাড়ি জ্বালিয়ে দেয়। সে মনে করে যে, এই অন্যায়ের কোনও ক্ষমা নেই। এইসময়ে সুপারবুক তাদেরকে ক্ষমা দেখানোর জন্য এক যাত্রাপথে নিয়ে যায়। মানবজাতির পরিকল্পনায় মাবুদের কাছে সবসময়েই ক্ষমা ছিল। রহস্যদ্ঘাটন হওয়ার আগেই, প্রিন্স মরূভূমিতে শয়তানের সম্মুখীন হয়। শয়তান টোপ ফেলে প্রিন্সকে তার দলে নেওয়ার চেষ্টা করে, ঠিক সেই সময়েই জয়া এবং গিজমো স্বর্গে পৌঁছায়, যেখানে যোহন মাবুদের প্রকাশ করা বিষয়গুলি লিপিবদ্ধ করছিলেন। এই বিষয়গুলি পৃথিবীতে চরম পরিণতির মুহূর্তে পৌঁছায়, যখন মাবুদ শয়তানকে শেষ করে দিয়ে, নতুন জেরুশালেমকে পৃথিবীর বুকে নামিয়ে আনেন। যারা মাবুদের কাছে ক্ষমা চেয়েছিল, তারা তাঁর রাজ্যে অনন্ত জীবন পেল। সুপারবুক তাদের বাড়ি ফিরিয়ে আনলে, প্রিন্স দেখে যে, সবাই রক্ষা পাওয়ার জন্য তার মা-বাবা মাবুদের ধন্যবাদ করছেন। সে এমন একটা কাজ করেছিল, যার জন্য সে ক্ষমা পাবে বলে মনে করেনি। তবু তার বাবা তাকে ভালবেসে ক্ষমা করে দিয়েছিল। প্রিন্স এবং তার বাবা-মা, একে-অপরকে জড়িয়ে ধরে এবং বুঝতে পারে যে, তাদের বাড়ি একটা সম্পত্তি মাত্র, যা আবার ঠিক করা যাবে। এই ঘটনা থেকে প্রিন্স বুঝতে পারে যে, ক্ষমার মধ্যে প্রকৃত শক্তি আছে। এবং আমাদের পরিত্রাণের জন্য মাবুদের এক অপূর্ব পরিকল্পনা আছে।

author avatar
SuperbookTV
Superbook teaches children timeless moral truths and life lessons through the captivating, Bible-based adventures of two time-traveling children and their robot friend. Travel back with Chris, Joy, and Gizmo and get ready for the journey of a lifetime! Be sure to visit the Superbook Kids Website or download the free Superbook Bible app to play fun games and watch more Superbook episodes!