স্কুলের গানের দলের অডিশনের সময় বিশাল জনতার সামনে প্রিন্স গীটার বাজাবার সাহস হারইয়ে ফেলল। সুপারবুক হঠাত করে একজন যুবকের সাথে বাচ্চাদের পরিচয় করতে নিয়ে গেল, যে যুবক নিজে “জালুতের” সামনা সামনি দাড়িছে যা তার জন্য একটি কঠিন অবস্থা ছিল । যুবক দাউদর সাথে প্রিন্স, জয়া এবং গিজমর বন্ধুত্ব হল যখন দাউদ তার ভাইদের জন্য খাবার নিয়ে যাছি্ল, যারা ফিলিস্তিনিদের সাথে যুধ করছিল।
গাথের দৈত্য জালুত ইস্রিয়ালের ভংকর শ্রুত্র, দাউদ যার বিরুদ্ধে দাড়তে চাই্ল, তখন লোকেরা এই নিয়ে হাসাহাসি করতে, লাগল কারন দাউদ খুব ছোট ছিল। এই যুদধ খোদাবন্দের সাহায দাউদ বিজীয়ই হল এবং গলিয়াথকে মেরে ফেলল;
তখন প্রিন্স বুঝতে পারল সে যদি খোদার জন্য বাজাই তা হলে “গলিয়াথ” (জনতাকে) সেও মকাবেলা করতে পারবে, তখন জয় ছাড়া আর কোন বেরথতা হতে পারেনা; সুপাবুক বাঁচেদের নিজ এলাকায় ফিরায়ে নিয়ে আসল। প্রিন্স অডিসনে পাশ করল এবং ব্যান্ডে স্থান করে নিল।
FACEBOOK: https://www.facebook.com/SuperbookBD/
SuperBook Bangla App: http://bit.ly/superbook-bangla-app

Be the first to comment