যখন প্রিন্স বিশ্বাস করতে শুরু করে যে, মিরাকুলো নামক এক জাদুকরের অলৌকিক কাজ করার ক্ষমতা আছে, তখন সুপারবুক তাদের ঐতিহাসিক গালীল দেশে নিয়ে যায়, যেখানে ঈসা সত্যিকারের অলৌকিক কাজ করছিলেন। যেমন – খঞ্জ ব্যাক্তিকে সুস্থতা করা, সমুদ্রে ঝড় থামানো এবং ভূতগ্রস্ত ব্যাক্তির থেকে ভূত ছাড়ানো। এই বিস্ময়কর যাত্রাপথে প্রিন্স বুঝতে পারে যে, অলৌকিক কাজ করার ক্ষমতা একমাত্র খোঁদার কাছ থেকেই আসে। বাড়ি ফিরে আসার পর, একটু মন দিয়ে দেখে সে বুঝতে পারে যে, মিরাকুলো কিছু মানবিক কৌশল ব্যবহার করে ওদের বোকা বানিয়েছে।

Be the first to comment