স্কেটবোর্ড পার্কে যখন একটি ছোট ছেলেকে বদমায়েশদের দল শাসাচ্ছিল, “তখন সঠিক কাজ করার জন্য” প্রিন্স নৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সুপারবুক তাদেরকে এক সফরে নিয়ে যায়, যেখানে তারা দানিয়েল এবং রাজা দারিয়াবস–এর সাথে দেখা করে। এবং তারা সেই ঘোষণা সম্পর্কে জানতে পারে, যেখানে বলা হয়েছে, রাজ্যের কোনও মানুষ যদি রাজা ছাড়া আর কারোর আরাধনা না করে, তবে তার শাস্তি মৃত্যু। দানিয়েল একজন ধার্মিক ব্যাক্তি, আর তার বিশ্বাসে যখন এভাবে আঘাত হানা হয়, তখনও তিনি বিচলিত হন না। মন থেকে তিনি যা সঠিক মনে করেন, তিনি তাই–ই করেন। বাচ্চারা অবাক হয়ে দেখে কীভাবে দানিয়েল খোলা জানলার সামনে মাবুদের সাক্ষ্য বহনের জন্য প্রার্থনা করেন। এর জন্য তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হয়। আমাদের নায়কদের যা যা করা সম্ভব, তারা তা করার চেষ্টা করে, আর যখন সব চেষ্টাই বৃথা হয়, তখন মাবুদ আসেন এবং দানিয়েল রক্ষা পান। ফলস্বরূপ রাজা আজ্ঞা দেন, এখন থেকে সবাই যেন দানিয়েলের সত্য মাবুদের আরাধনা করে। প্রিন্স বুঝতে পারে যে, সঠিক কাজ করার সাহসই, দানিয়লকে তার পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবর্তন করতে সাহায্য করেছে। এরপর সুপারবুক যখন তাদের স্কেটবোর্ড পার্কে ফিরিয়ে নিয়ে আসে, তখন ছোট ছেলেটিকে বদমায়েশদের হাত থেকে বাঁচানোর সঠিক কাজ করার জন্য, প্রিন্স ভিতর থেকে এক শক্তি অনুভব করে। যখন তুমি সঠিক কাজ কর, তখন মাবুদ তোমাকে রক্ষা করেন।

Be the first to comment