প্রিন্স এবং তার গানের দল, আমেরিকান আইডল এর মতো এক অনুষ্ঠান “ওয়ার্ল্ড বেস্ট ব্যাণ্ডে” অডিশন দেওয়ার সুযোগ পায়। এই সাফল্যে প্রিন্সের মাথা বড় করে দেয়। এবং সে এমন সব আচরণ করতে থাকে যে, তার সাথে থাকা মুশকিল হয়ে যায়। প্রিন্স মনে মনে নিজেকে এক জনপ্রিয় তারকা ভাবতে শুরু করে এবং সে চায় যেন জয় আর গিজমো তার সাথে তারকার মতো ব্যবহার করে। সুপারবুক তখন বাচ্চাদের জেরুশালেমে নিয়ে যায়, যেখানে ঈসার বিজয় প্রবেশ হচ্ছিল। ঈসার জনপ্রিয়তা, তার প্রতি লোকের ভালোবাসা, শিষ্যদের আনুগত্য এবং সবার মুখে ঈসার রাজা হওয়ার কথা শুনে প্রিন্স মুগ্ধ হয়! যাই হোক না কেন, এই যাত্রার শেষে, শেষ ভোজে এসে, ক্ষমতা ও খ্যাতি সম্পর্কে প্রিন্স তার ভুল ধারণার কথা বুঝতে পারে। ঈসার মধ্যে নম্রতা ও সেবার বিষয়টি তার হৃদয়কে স্পর্শ করে। প্রিন্স, জয় এবং গিজমো শেষে বাড়ি ফিরে আসে। এবং প্রিন্সের ব্যবহারের মধ্যে আমূল পরিবর্তন দেখতে পাওয়া যায়। সে তার গানের দলের ছেলেদের উপর তার “খ্যাতির” ছড়ি না ঘুরিয়ে বরং তাদের সাহায্য করতে থাকে। খ্যাতি ও সাফলে্যর পরিবর্তে, নম্রতা ও সেবা করা তার লক্ষ্য হয়ে দাঁড়ায়।

Be the first to comment