প্রিন্স,এবং জয়ার জীবনে এই পর্বে একজন উদ্ভ্রান্ত কিশোরের্র প্রবেশ ঘটে যে পরিবর্তনের অযোগ্য। সুপারবুক খ্রিষ্টী অনুসারীদের প্রথম অধ্যায়ে আমাদের বন্ধুদের এক যাত্রায় নিয়ে যায়, যেখানে তাঁদের পরিচিয় হয় তারস নগরের শৌলর সাথে, যে তার মত কঠিন ব্যক্তি। বিশ্বাসীদের বিরুধে তাঁর আতাচার প্রিন্স এবং জয়া-এর জীবনে যখন এক অপরাধী এলোন তখন তারা সেই যুবকের পরিবর্তিত হওয়ার কোনও আশাই দেখতে পাচ্ছিল না। যাই হোক, সুপারবুক আমাদের নায়কদের প্রথম সময়ের খ্রীস্ট বিশ্বাসীদের কাছে নিয়ে যায়, যেখানে তাদের দেখা হয় তার্ষ নগরের শৌলের সঙ্গে, যার জীবনের পরিবর্তন হওয়া অসম্ভব ও কঠিন ছিল। মণ্ডলীর বিরুদ্ধে তার বিধ্বংসী আচরণ দম্মেশকে যাওয়ার পথে অদ্ভুতভাবে ঘুরে যায়। সেখানে আমাদের নায়কেরা শৌলের অলৌকিক কথোপকথনের, তারপর তার আরোগ্যলাভ এবং অননিয়র দ্বারা বাপ্তিম গ্রহণের সাক্ষী হয়। একসময়ের তাড়নাকারী শৌল, এখন পৌল নামে পরিচিত, যিনি নিজেই পরে তাড়নার শিকার হন। খ্রীস্টধর্ম প্রচারের জন্য আমাদের শিশুরা পৌলকে শহরের সেই বড়ো পাঁচিল টপকে পালাতে সাহায্য করে। পরিবর্তনের এই ঘটনা দেখে বাচ্চারা নতুন আশা নিয়ে বাড়িতে ফিরে আসে যে, মাবুদের পক্ষে সবসময়ই পরিবর্তন করা সম্ভব।

Be the first to comment