প্রিন্স তার মা, রুবির সাথে কিছু বাদানুবাদে জড়িয়ে পড়ে। একটি ১২ বছরর ছেলের মতো সে তার মাকে উপেক্ষা করে। এই মুহূর্তে সুপারবুকের আগমন হয়, এবং এই বিশেষ পর্বে সুপারবুক, প্রিন্স, জয়া, গিজমো এবং রুবিকে যীশুর জীবনকালের সময়ে তার মা মরিয়মের সাথে সাক্ষাৎ করতে নিয়ে যায়। তখন মরিয়ম সবথেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, কারণ সেইসময় তার পুত্রকে ক্রুশবিদ্ধ করা হচ্ছিল।
বিস্ময়কর সমস্ত ঘটনা একে-একে ঘটতে থাকে – যীশুকে পীলাতের সামনে আনা হয়, কালভেরী পর্যন্ত যাত্রা, ক্রুশারোপণ এবং শেষ পর্যন্ত পুনরুত্থানের মহিমা। যীশুর প্রতি মরিয়মের ভক্তি এবং সমগ্র মানবজাতির জন্য ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করার সময়, মায়ের প্রতি যীশুর ভালোবাসার বিষয়টি প্রিন্স লক্ষ্য করে। মরিয়মের পাশে তার নিজের মাকে দেখে, মায়ের প্রতি প্রিন্সের শ্রদ্ধা আরও বেড়ে যায়।
শেষ পর্যন্ত সুপারবুক যখন তাদেরকে বর্তমান সময়ে ফিরিয়ে নিয়ে আসে, তখন অদ্ভুতভাবে সেই যাত্রার বিষয়ে রুবির কিছুই মনে থাকে না, কিন্তু প্রিন্স এখন একজন পরির্তিত ছেলে। সে তার বাদানুবাদের জন্য ক্ষমা চায় এবং বন্ধুদের সাথে গানের অনুষ্ঠানে না গিয়ে, পরিবারের সাথে এক পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার কথা মেনে নেয়।

Be the first to comment